Wellcome to National Portal

ভোলা জেলার জনসংখ্যা (১৯,৩২,৫১৮) ঊনিশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত আঠারো জন (ইনুমারেটেড) জনশুমারি অনুযায়ী জুন ২০২২ পর্যন্ত। স্বাক্ষরতার (৭+) হার -৬৭.৩০,

জনসংখ্যা বৃদ্ধির হার ০.৭৫%, জনসংখ্যার ঘনত্ব ৫৬৮ জন (প্রতি বর্গ কি.মি.)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা শুমারি কমিটির সভার নোটিশ
বিস্তারিত

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতাধীন ‘কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ প্রকল্প’ এর আওতায় পরিচালিত কৃষি শুমারি ২০১৯ এর তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে ভোলা জেলার জেলা স্থায়ী শুমারি/জরিপ কমিটির সদস্যগণকে বিস্তারিতভাবে উপস্থাপনের নিমিত্ত অবহিতকরণ সভা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহোদেয়র সভাপতিত্বে আগামী ২৯ মে, ২০১৯ তারিখ বুধবার সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

 

২। কমিটির সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করা হল।

 

 

 

 

 

মো: মাসুম মিয়া

উপপরিচালক (ভারপ্রাপ্ত)

সদস্য-সচিব

জেলা শুমারি/জরিপ কমিটি, ভোলা

'০৪৯১-৬২৮৩৭

*ddbhola9@gmail.com

প্রকাশের তারিখ
26/05/2019
আর্কাইভ তারিখ
30/05/2019