বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতাধীন ‘কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ প্রকল্প’ এর আওতায় পরিচালিত কৃষি শুমারি ২০১৯ এর তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে ভোলা জেলার জেলা স্থায়ী শুমারি/জরিপ কমিটির সদস্যগণকে বিস্তারিতভাবে উপস্থাপনের নিমিত্ত অবহিতকরণ সভা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহোদেয়র সভাপতিত্বে আগামী ২৯ মে, ২০১৯ তারিখ বুধবার সকাল ১১:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
২। কমিটির সকল সদস্যকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করা হল।
|
|
মো: মাসুম মিয়া উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও সদস্য-সচিব জেলা শুমারি/জরিপ কমিটি, ভোলা '০৪৯১-৬২৮৩৭ *ddbhola9@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস