Wellcome to National Portal

ভোলা জেলার জনসংখ্যা (১৯,৩২,৫১৮) ঊনিশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত আঠারো জন (ইনুমারেটেড) জনশুমারি অনুযায়ী জুন ২০২২ পর্যন্ত। স্বাক্ষরতার (৭+) হার -৬৭.৩০,

জনসংখ্যা বৃদ্ধির হার ০.৭৫%, জনসংখ্যার ঘনত্ব ৫৬৮ জন (প্রতি বর্গ কি.মি.)

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জেলা পরিসংখ্যান অফিস প্রদত্ত সেবাসমূহের তালিকা ও সেবা প্রাপ্তির ধাপ

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী  ফোন ও ই-মেইল

জনসংখ্যার প্রত্যয়ন পত্র

আবেদনপত্র প্রাপ্তির রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ডভুক্তির ইস্যু নাম্বার প্রদান করা হয়। অত:পর আবেদনপত্র উপপরিচালক এর নিকট পেশ করা হয়। নির্দেশিত হয়ে দায়িত্বে নিয়োজিত কর্মচারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য উপস্থাপন করেন। উপপরিচালক এর অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়।

০১। তথ্য অধিকার আইন ও বিধি অনুযায়ী তথ্য প্রাপ্তির নির্দিষ্ট আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হবে।

০২। তথ্যের আবেদন ফরম তথ্য কমিশনের ওয়েবসাইট হতে/ সংশ্লিষ্ট অফিসের ওয়েব পোর্টাল/শাখা হতে সংগ্রহ করা যাবে।

বিনামূল্যে

(তবে সিডি/ডিস্কে সরবরাহের ক্ষেত্রে ডিস্ক/সিডির মূল্য পরিশোধ করতে হবে।

১-৩ কর্মদিবস

মাকসুদুর রহমান

উপপরিচালক

মোবা:০১৭১১০৬৯২৫৪

ফোন-০২৪৭৮৮৯৩১৩৭

ই-মেইল-ddbhola9@gmail.com

জনশুমারি/কৃষি/অর্থনৈতিক/বস্তি শুমারি সহ সকল শুমারি

জনমিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য এবং অন্যান্য আর্থসামাজিক তথ্য সরবরাহ

প্রধান/অপ্রধান ফসলের তথ্য প্রদান

ভাইটাল স্ট্যাটিসটিকস

জেলা/উপজেলা তথ্য বাতায়ন

মাসিক মূল্য মজুরী/কৃষি মজুরী সংক্রান্ত তথ্য

দাগগুচ্ছ জরিপ

খানার আয়/ব্যয় সংক্রান্ত /জিডিপি প্রবৃদ্ধির হার/শ্রমশক্তি ও শিশু শ্রমের তথ্য

১০

জিও কোড হালনাগাদকরণ